প্রকাশিত: Fri, Dec 2, 2022 1:29 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:01 AM

বিশ্বকাপ ফুটবল এবং ‘পচা শামুক’

মহিউদ্দিন আহমদ : বিশ^কাপ ফুটবল নিয়ে পোস্ট দেবোÑ এটা ভাবিনি। অন্যদের পোস্ট দেখে দেখে অনেক জ্ঞান হলো। তাই লিখছি। খেলার সময়টি অনুকূল হওয়ায় এবং আর কোনো কিছু করার নেই বলে এবার অনেকগুলো খেলা দেখছি। বার্ধক্যজনিত কারণে রাত একটার খেলা দেখা হচ্ছে না। বিশ^কাপের কোন কোন দল কারও কারও খুব পছন্দের। এটা অনেকটা আমাদের রাজনীতির মতোই। আমার দলই সেরা, আমার নেতাই বিশ^সেরা, এসব বলে আমরা মজা পাই। বিশ^কাপে অনেক প্রতিযোগিতা। সেটা আমাদের নির্বাচন ব্যবস্থার মতো নয়। রেফারি ভুল করে বা ইচ্ছেমাফিক কাউকে জিতিয়ে দেবে, এটা ভিএআর দিয়ে বন্ধ করা হয়েছে। প্রয়োজনে আরও নতুন প্রযুক্তি আসবে। পারফেকশনের কোনো সীমা নেই। সেরা দলগুলোই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে। র‌্যাংকিং দিয়ে সবকিছু বিচার করা যায় না। যেদিন যে দল ভালো খেলবে, জয় তাদের প্রাপ্য। ম্যান ইজ মর্টাল! রহিম ইজ আ ম্যান। দেয়ারফোর রহিম ইজ মর্টাল। ফুটবলে এই ডিডাকটিভ লজিক অচল। অমুক অমুককে হারিয়েছে।

সুতরাং অমুক অমুককেও হারাবে, এই সরল হিসাব সবসময় চলে না। খেলেই জিততে হয়। ‘পচা শামুকে পা কেটেছে’ বলে আহাজারির কিছু নেই। যে দল ভালো খেলে জেতে, তাকে পচা শামুক বলা অনভিপ্রেত। কোন দল মাঠে কতো মিনিট বল নিয়ন্ত্রণে রেখেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো প্রতিপক্ষের জালে বল ঢোকানো। যে এটা পারবে, সে জয় পাবে। এটাই খেলার নিয়ম। নানান দলের উম্মতের চাওয়া ও দোয়ায় কাজ হয় না। কবে আমাদের কোন সে পুরুষে ঘৃত খেয়েছিল কেহÑ এটা ভেবে হাতের তালুতে এখনো ঘিয়ের গন্ধ শুঁকে কী হবে। মাঠে বড় পর্দায় হাজার হাজার তরুণ একসাথে বসে খেলা দেখছে, তারুণ্যের এই উচ্ছ্বাস দেখে ভালো লাগে। এরকম বড় সমাবেশ করতে রাজনৈতিক দলগুলোকে অনেক টাকা খরচ করে লোক ভাড়া করে আনতে হয়। অথচ প্রিয় দলের খেলা দেখতে সবাই যান স্বেচ্ছায়। এটা হলো খেলার প্রতি ভালোবাসা। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি। খেলাটাও গ্লোবাল। আমার দেশের ফুটবল গেছে তলানিতে। তাতে কী? লোকাল খেলা নিয়ে আমরা মাতম করি না, যেমন ডাংগুলি কিংবা রুমালচোর। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। ফেসবুক থেকে